বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১

১৫ মার্চ থেকে বন্ধ হয়ে যেতে পারে ফেসবুক ।। কিছুদিন পূর্বে এ মন্তব্য প্রকাশ করেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুগারবার্গ ।। জুগারবার্গের মতে তিনি সাধারণ জীবনে ফিরে যেতে চান ।। তিনি আরও বলেন যে হারে ফেসবুকের ব্যবহারকারী বেড়ে চলেছে তাতে ফেসবুকের উপর অনেক নিয়ত্রণ হারিয়ে ফেলছেন তিনি ।। বিশ্বের ইন্টারনেট মাধ্যমগুলা তাকে আর্থিক সাহায্য দিতে চাইলেও তিনি তা নাকোচ করে দেন ।। অপরদিকে পশ্চিমা দেশগুলা বলছে যে ফেসবুক কখনোই বন্ধ হবে না ।। এত কিছুর পরেও আশার কথা এই যে, জুগারবার্গের শেষ কথা ছিল তার মত পরিবর্তন হতে পারে ।। তবে চূড়ান্ত ফলাফল জানার জন্য বিশ্ববাসীকে অপেক্ষা করতে হবে ১৫ মার্চ পর্যন্ত ।। iamskn

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন